আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) হত্যার বিচার চেয়ে আমতা থানায় তুমুল বিক্ষোভ। ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করলেন বিক্ষোভকারীরা।
আনিস খানের মৃত্যু রহস্য উন্মোচনে সিবিআই (CBI) তদন্তের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার আমতা থানা ঘেরাও করেন আনিস খানের পরিবারের সদস্য ও তাঁর প্রতিবেশীরা। আনিসের পারলৌকিক কাজ শেষ করে দুপুরেই তাঁর পরিবারের সদস্য ও পাড়া-প্রতিবেশীরা আমতা থানার উদ্দেশ্যে রওনা দেন মিছিল করে। থানা ঘেরাও করে তাঁরা বিক্ষোভ দেখান। থানার আগে ব্যারিকেড করে তাঁদের রাস্তা আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সেই ব্যারিকেড ভেঙে তাঁরা থানায় ঢোকার চেষ্টা করেন। এরপরে তাঁরা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ চালান।
আরও পড়ুন: Anish Khan: 'ওসি-র কথায় গিয়েছিলাম, বলির পাঁঠা করা হচ্ছে!', বললেন ধৃত দুই পুলিশকর্মী