জল মাপা সারা। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলগুলি কোমর বাঁধতে শুরু করেছে। প্রার্থীতালিকাতেও থাকছে চমকের পর চমক। রাজনীতিতে এবার নয়া জল্পনা, সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাসকে ঘিরে। রাজনৈতিক মহলের দাবি, আসন্ন লোকসভা ভোটে অজন্তাকে প্রার্থী করতে পারে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। কোন কেন্দ্রের প্রার্থী হতে পারেন অজন্তা? তৃণমূলের একটি সূত্র থেকে দাবি করা হচ্ছে, হাইভোল্টেজ যাদবপুর কেন্দ্র থেকে বাংলাকে নতুন মুখ উপহার দিতে পারে তারা।
সম্প্রতি, যাদবপুর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ফলে দক্ষিণ ২৪ পরগণার এই আসন ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। কারণ, ইতিমধ্যেই এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। পদ্ম ফোটাতে গেরুয়া শিবির আস্থা রেখেছে বুদ্ধিজীবী অরিন্দম গঙ্গোপাধ্যায়ের উপরে। তাঁর পাল্টা হিসেবেই কি উঠে আসছে অধ্যাপিকা অজন্তা বিশ্বাসের নাম?
তৃণমূলের মুখপাত্র ‘জাগো বাংলায়’ এর আগে অধ্যাপিকা অজন্তা বিশ্বাসের একটি উত্তর সম্পাদকীয় ঝড় তুলেছিল রাজ্য রাজনীতিতে। সেই লেখায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা ছিল অজন্তার কলমে। তবে সিপিএমের প্রবাদপ্রতিম নেতার কন্যার কলমে ‘মমতা স্তুতি’, খুব একটা ভাল চোখে দেখেননি বামেরা।
Shahjahan Sheikh : উপরওয়ালা তার বিচার করবেন, নিজাম প্যালেসে দাবি শেখ শাহজাহানের
জোর জল্পনা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে অজন্তার। যাদবপুরের বাতাসে এখন উড়ে বেড়াচ্ছে অনিল কন্যার নাম।