ছাত্রনেতা আনিস খান (Anish Khan) হত্যাকাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল হাওড়ার আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে। নতুন ওসিড় দায়িত্বে বহাল কিঙ্কর মণ্ডল।
আমতা থানার ওসির অপসারণের দাবিতেও সরব হয়েছিল আনিসের পরিবার। বৃহস্পতিবার মিছিল করে আমতা থানা ঘেরাও করেন স্থানীয়রা। এই মিছিলে শামিল হন আনিসের বাবা সালাম খানও।
তদন্তে সাহায্য করুন, ফেসবুক পোস্ট করে আর্জি রাজ্য পুলিশের
ভবানীভবনে ওসি দেবব্রত চক্রবর্তীকে দফায় দফায় জেরা করেন তদন্তকারীরা। জেরার পরই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয় আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে। নতুন ওসি কিঙ্কর মণ্ডল। আগে আমতা থানার (Amta Police Station) সাব ইনস্পেক্টর ছিলেন তিনি। বর্তমানে হাওড়া গ্রামীণের স্পেশ্যাল অপারেশনের ওসির দায়িত্ব সামলাচ্ছিলেন কিঙ্কর।