মঙ্গলবার দুপুরে টাকির একটি সরকারি স্কুলের ল্যাবরেটরিতে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত শিক্ষক সহ অন্তত ১০ জন ছাত্রী। তাঁদের তড়িঘড়ি ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। ঘটনায় আতঙ্কের আবহ তৈরী হয়েছে গোটা স্কুল জুড়েই। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দীর্ঘদিন ল্যাব পরিষ্কার পরিচ্ছন্ন রুক্ষণাবেক্ষণ করা হয় না। অ্যামোনিয়া গ্যাসের জেরেই বিস্ফোরণ হয়েছে বলে খবর।
Bengal Panchayat Election: মক্কায় বসে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা, ভবানীভবনে তৃণমূল প্রার্থী
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। জানা গিয়েছে , স্কুলের বিজ্ঞান শিক্ষক দ্বাদশ শ্রেণি ছাত্রীদের নিয়ে তালা খুলে ল্যাবে ঢুকেছিলেন প্র্যাকটিকাল শেখাতে। তখনই বিকট আওয়াজ করে বিস্ফোরণ ঘটে বলে খবর।