বুধবার একদিনের জন্য কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যোগ দেবেন BJP-র সমাবেশে। ইতিমধ্যে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ বাঁধার প্রক্রিয়ার প্রাথমিক কাজ শেষ হয়েছে। জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য মঞ্চে পৃথক ব্যবস্থা থাকবে। তিনি বেলা ১টা ৪৫ নাগাদ মঞ্চে পৌঁছবেন। থাকবেন ৩টে ১৫ পর্যন্ত।
এদিকে তৃণমূলের তরফেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বুধবার বিধায়করা কালো পোশাক পরে বিধানসভায় আসবেন। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও ধর্না কর্মসূচিতে সামিল হতে পারেন তাঁরা।
ধর্মতলায় CESC বিল্ডিংয়ের সামনে সভা করতে চেয়ে আবেদন করেছিল বিজেপি। কিন্তু সেই অনুমোদন দেয়নি কলকাতা পুলিশ। এর পরেই BJP-র তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি জানান, ওই জায়গাতেই সভা করতে পারবে বিজেপি।