এক বছর পর বঙ্গে অমিত শাহ (Amit Shah)। শিলিগুড়ির জনসভা থেকেই বারবার আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bannerjee)। যতদিন বাংলার মানুষের উপর অত্যাচার বন্ধ না হচ্ছে, বিজেপি লড়বে, বৃহস্পতিবার ভাষণ দেওয়ার সময় মমতার উদ্দেশে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
করোনার পরই সারা দেশে সিএএ (CAA) লাগু করার হুমকিও দিলেন শাহ। বললেন, "করোনা কমলেই সিএএ হবে। মমতা দিদি, আপনি কিছুই করতে পারবেন না"।
বগটুই (Bogtui) কাণ্ডে, নাবালিকার ধর্ষণে কেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম (Fact Finding Team) পাঠানো হল না, মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা মানুষের রায় মেনে নিয়েছি। আমরা ভেবেছিলাম মমতা দিদি মনে হয় এ বার শুধরে যাবেন, কিন্তু এক বছর পর দেখছি, বাংলায় অত্যাচার কমেনি। কাটমানি বন্ধ হয়নি। দুর্নীতি চলছেই। সিন্ডিকেটরাজ চলছে। বিজেপি নেতা কর্মীদের খুন করাও বন্ধ হয়নি। বললেন অমিত শাহ"।
অমিত শাহের অভিযোগ, উত্তরবঙ্গকে মমতা সবসময় অবহেলা করেছেন। শিলিগুড়ির জনসভা থেকে তিনি বলেন, "বিজেপি উত্তরবঙ্গকে প্রকৃত মর্যাদা দিয়েছে। আগামী দিনেও দেবে"।