হিঙ্গলগঞ্জে সীমান্ত সুরক্ষা বাহিনীর (BSF) সঙ্গে সময় কাটালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার দমদম বিমানবন্দরে নেমেই বিশেষ হেলিকপ্টারে তিনি হিঙ্গলগঞ্জে (Hingalgunj) পৌঁছন। সেখানে BSF-এর ৮৫ নম্বর ব্যাটালিয়ানের (85th Battalian) অনুষ্ঠানে যোগ দেন তিনি। বোট অ্যাম্বুলেন্স ও ছটি ভাসমান আউটপোস্টের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বনগাঁয় ভারত-বাংলাদেশ মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাসও করেন তিনি।
বৃহস্পতিবার রাজ্যে আসার পর হিঙ্গলগঞ্জেই প্রথম কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিএসএফের ভাসমান আউটপোস্টের উদ্বোধনের পর তিনি জানান, এর ফলে অনুপ্রবেশকারীর সংখ্যা অনেক কমবে। এছাড়া চোরাচালান কারবারিদেরও আটকানো যাবে বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর।
আরও পড়ুন: 'ম্যাডামজি' কি সুতপা! সুশান্তের ফেসবুকে বারবার উঠে এসেছে খুনের প্রসঙ্গও !
এদিন ৮৫ নম্বর ব্যাটালিয়ানের অনুষ্ঠানে অমিত শাহ জানান, "আমি জানি যে সব সেনা সদস্যেরা সীমান্ত এলাকা পাহারার দায়িত্বে রয়েছেন, তাঁদের কাজ কতটা কঠিন। আপনাদের সব সময়ই সতর্ক থাকতে হয়।"