‘বিজেপি থেকেই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবে।' সিউড়ি থেকে ফের একবার সোচ্চার অমিত শাহ। শুক্রবার তিনি জানান, বাংলা থেকে ৩৫টি আসন পেলেই মেয়াদ শেষের আগেই তৃণমূল সরকারকে ধসিয়ে দেবে বিজেপি। শুধু তাই নয়, বিজেপি বাংলার ক্ষমতায় এলে অনুপ্রবেশজনিত সমস্ত সমস্যা মিটে যাবে বলেও আশ্বাস দেন শাহ। তৃণমূল সরকারকে আক্রমণ করে সিউড়ির মঞ্চ থেকে তিনি বলেন, 'মমতার শাসনে বোমা বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলা'।
২০২১ বিধানসভা বা ২০১৯ লোকসভা একাধিকবার রাজ্যে এসেছেন অমিত শাহ। তৃণমূল সরকারের বিরোধিতায় বিভিন্ন বিষয়ে সরব হয়েছেন তিনি। কিন্তু সব সময়ই গণতান্ত্রিক উপায়ে লড়ার ডাক দিয়েছেন তিনি। তবে শুক্রবার সিউড়ির সভা থেকে যেভাবে বাংলার সরকার ফেলে দেওয়ার ডাক দিলেন, তা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মেয়াদ ফুরোনর আগেই তাঁর তৃণমূল সরকার ফেলার ডাকে আসন্ন পঞ্চায়েত ভোটে আদৌও কতটা সাড়া মেলে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক কারবারিদের একাংশ।