ধর্মতলার প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সময় শেষ হয়ে গিয়েছে। ২০২৬ এর নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসবে BJP। একই সঙ্গে তাঁর অভিযোগ, রাজ্যে অনুপ্রবেশ আটকাতে পারেননি মুখ্যমন্ত্রী।
এদিকে মঙ্গলবার রাজ্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এনিয়েও সুর চড়ান তিনি। তাঁর বক্তব্য, শুভেন্দুকে চুপ করাতে পারলেও রাজ্যের মানুষকে চুপ করাতে পারবেন না মুখ্যমন্ত্রী।
প্রতিবাদ সভায় অমিত শাহের বক্তব্যে উঠে এসেছে ২০২১ এর বিধানসভা নির্বাচন প্রসঙ্গে। স্পষ্ট জানিয়ে দেন, গত নির্বাচনে সম্পূর্ণ রিগিং করে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। যদিও ২০২৬ এর নির্বাচনে ফলাফল সম্পূর্ণ আলাদা হবে বলে সম্পূর্ণ বিশ্বাসী তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বাদ যায়নি গ্রেফতার হওয়া নেতা ও মন্ত্রীদের প্রসঙ্গও। মুখ্যমন্ত্রীকে একপ্রকার চ্যালেঞ্জ করেন তিনি। জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে দল থেকে বহিষ্কার করুক তৃণমূল কংগ্রেস।