বালুরঘাটের নির্বাচনী সভা থেকে CAA নিয়ে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় CAA নিয়ে ভুল বোঝাচ্ছেন।
অমিত শাহের অভিযোগ
বুধবারের সভায় অমিত শাহ বলেছেন, যাঁরা শরণার্থী আছেন তাঁদের প্রত্যেকের উচিত CAA-তে নাম নথিভুক্ত করা। তাঁদের কারোর উপর কোনও মামলা দায়ের করা হবে না। বরং প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া হবে।
অমিত শাহ কী বললেন?
অমিত শাহ বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন CAA তে নাম নথিভুক্ত করলে বলেছে নাগরিকত্ব চলে যাবে। নাগরিকত্বই তো নেই। আমি আজ আপনাদের বলছি, CAA -তে নাম নথিভুক্ত করুন। কারোর উপর কোনও মামলা দায়ের করা হবে না। এটা মোদী সরকারের আইন। এটাতে কেউ পরিবর্তন করতে পারবে না।"