সিউড়ির সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । দিদির 'দাদাগিরি'-র বিরুদ্ধে লড়াইয়ের মুখ যে শুভেন্দু, তা তাঁর বক্তব্যে এদিন স্পষ্ট হয়ে গেল । সিউড়ির জনসভা থেকে শুভেন্দুকে (Suvendu Adhikari) 'আমাদের নেতা' নেতা বলে সম্বোধন করে শাহ বলেন, "বাংলার বিধানসভায় আমাদের বিধায়কের সঙ্গে আমাদের নেতা শুভেন্দু অধিকারীজি দিদির এই দাদাগিরি-র সামনে দু হাত দিয়ে লড়াইয়ের কাজ করছেন । দিদির ভ্রষ্টাচারকে সামনে আনার কাজ করছে ।"
অমিত শাহ এদিন আরও বলেন,"ভারতীয় জনতা পার্টি বাংলায় যে লড়াই করছে, সেই কারণেই এখানকার গরুপাচারকারী নেতাকে জেলে যেতে হয়েছে ।" তিনি যে অনুব্রতকেই লক্ষ্য করে কথাটি বলতে চেয়েছেন তা স্পষ্ট । উল্লেখ্য, বিজেপির শীর্ষনেতৃত্বদের থেকে বরাবরই আলাদা গুরুত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী । এর আগেও অমিত শাহ, প্রধানমন্ত্রীকে তাঁর প্রশংসা করতে শোনা গিয়েছে ।
এদিন, লোকসভা ভোটে আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ। শুক্রবার তিনি জানান, বাংলা থেকে ৩৫টি আসন পেলেই মেয়াদ শেষের আগেই তৃণমূল সরকারকে ধসিয়ে দেবে বিজেপি। শুধু তাই নয়, বিজেপি বাংলার ক্ষমতায় এলে অনুপ্রবেশজনিত সমস্ত সমস্যা মিটে যাবে বলেও আশ্বাস দেন শাহ । শাহ বলেন, “যা করার করে নিন দিদি আর ভাইপো, আমরা দুর্নীতি বন্ধ করে ছাড়ব। "