শুক্রবার সন্ধেবেলায় দক্ষিণেশ্বরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । চৈত্রের শেষ লগ্নে মা ভবতারিণীর পুজো দিলেন তিনি । এদিন যখন তিনি দক্ষিণেশ্বরে পৌঁছন, তখন ঢাকের শব্দে মুখর মন্দির চত্বর । সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,বিধায়ক অগ্নিমিত্রা পাল ও সাংসদ লকেট চট্টোপাধ্যায় । পুজো দিয়ে বেরিয়ে শাহ বলেন, বাংলায় যেন সবাই শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সেই প্রার্থনাই করেছেন তিনি মায়ের কাছে । অন্যদিকে, এদিন সন্ধেবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) কালীঘাটে (Kalighat) পুজো দিতে দেখা গেল । পুজো দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ‘নববর্ষের শুভনন্দন’ জানান ।
নতুন বছর শুরুর আগে সকলের মঙ্গলকামনায় কালীঘাটে পুজো দেন মুখ্যমন্ত্রী । এদিন, কালীঘাট মন্দিরে নিজের হাতে মায়ের আরতি করেন তিনি । শাড়ি এবং অন্যান্য পুজোর সামগ্রী দিয়ে পুজো দেন । মন্দির চত্বরে ঘুরে ঘুরে পুজো দিতে দেখা যায় তাঁকে । পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশের জন্য, বাংলার জন্য সর্বোপরি বিশ্বের সকলের মঙ্গলের জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন, দুই ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায়, ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় ।
উল্লেখ্য, সিউড়ির জনসভা থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । 'দিদি ও ভাইপো-র 'দাদাগিরি' আর বাংলায় চলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শাহ । সেইসঙ্গে সভা থেকে তাঁর চ্যালেঞ্জ, "মমতাদিদি যতই স্বপ্ন দেখুন তাঁর পরে ভাইপো মুখ্যমন্ত্রী হবেন । কিন্তু তা হবে না । রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি থেকে কেউ হবেন ।" সেইসঙ্গে ভবিষ্যদবাণী করে গেলেন শাহ । তাঁর কথায়, ২০২৫-এর আগেই তৃণমূল সরকার পড়ে যাবে ।