Amit Shah Bengal Visit: বাংলায় এসে ৫ মে শিলিগুড়িতে সভা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Updated : Apr 28, 2022 06:03
|
Editorji News Desk

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৃতীয় বর্ষপূর্তি আগামী ৫ মে। সব কিছু ঠিক থাকলে ওই দিনই বাংলায় রাজনৈতিক সমাবেশে যোগ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, অমিতের সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়িতে একটি জনসভা হবে। পরের দিন ৬ মে কলকাতায় বিজেপির সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন তিনি।

বিজেপি সূত্রে খবর, ৪ মে রাতেই কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তিন দিনের এই সফরে একই সঙ্গে প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তাঁর। ৫ মে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে এবং কোচবিহারের তিনবিঘায় সীমান্ত সুরক্ষা বাহিনীর অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ওই দিন শিলিগুড়িতে হবে বিজেপির সমাবেশ। রাতেই তিনি ফিরতে পারেন কলকাতায়। এখনও পর্যন্ত যা সূচি, তাতে শহরে একটি সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন তিনি। সেই বৈঠকে বিজেপির জেলা সভাপতি স্তরের নেতাদের ডাকা হবে বলে গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে। ডাক পাবেন দলের সাংসদ, বিধায়কেরাও। সেই সঙ্গে রাজ্যের পদাধিকারীদের নিয়ে আলাদা করে বৈঠকও করতে পারেন অমিত।

অমিতের সফরসূচি নিয়ে অবশ্য এখনই সবিস্তারে জানাতে চাইছে না বিজেপি। কোথায় হবে শিলিগুড়ির জনসভা বা কলকাতার বৈঠক— তা এখনও পাকা হয়নি বলেই দাবি বিজেপির। দলের এক রাজ্য নেতার বক্তব্য, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি ঘনঘন বদলাতে থাকে। আগেও দু’বার তাঁর বাংলায় আসার পরিকল্পনা ছিল কিন্তু পরে তা বাতিল হয়। সুতরাং, চূড়ান্ত সফরসূচি না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।’’

গত জানুয়ারি মাসেই দু’দিনের সফরে রাজ্যে আসার কথা ছিল অমিতের। কিন্তু সেই সময়ে ওমিক্রনের সংক্রমণ চলায় তা বাতিল হয়। পরে এপ্রিলের মাঝামাঝিতে আবারও এক বার অমিতের রাজ্য সফর বাতিল হয়। তবে মে মাসের প্রথম সপ্তাহের সফর যাতে নিশ্চিত হয় সে দিকে তাকিয়ে রয়েছে রাজ্য বিজেপিও। কারণ, পর পর উপনির্বাচন ও পুরভোটে পর্যুদস্ত বিজেপি এখন ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করতে চাইছে। মনোবল ভেঙে যাওয়া কর্মীদের চাঙ্গা করতে বিধানসভা ভোট ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকারের বর্ষপূর্তির সময়টাকে বেছে নিয়েছে গেরুয়া শিবির।

BJPAmit ShahWEST BANGAL

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর