বিশেষ কারণে নবান্নে দেখা হচ্ছে না অমিত শাহ এবং মমতা বন্দোপাধ্যায়ের। ৫ নভেম্বর নবান্নে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের (Eastern Zonal Council) বৈঠকে সারতেই বঙ্গ সফরে আসার কথা ছিল অমিত শাহর। অমিত শাহ ইস্টার্ন জোনাল কাউন্সিলের চেয়ারম্যান, এবং ভাইস চেয়ারম্যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ওইদিন রাজ্যে আসছেন না অমিত শাহ। তাই আপাতত বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকেরও আসার কথা ছিল বলে জানা যাচ্ছে।
যদিও ৫ নভেম্বরের বৈঠক প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছিলেন, , “অমিত শাহ আসছেন কি না, সেই নিয়ে এখনও কোনওরকম কনফার্মেশন নেই। সরকারি অনুষ্ঠানে আসার কথা অমিত শাহের।” শহরে এলে আন্দলোনরত চাকরি প্রার্থীদের সঙ্গেও দেখা করার পরিকল্পনা ছিল অমিত শাহর, কিন্তু আপাতত পাওয়া খবর বলছে বৃহস্পতিবার আসছেন না স্বরাষ্ট্র মন্ত্রী। তাই আপাতত স্থগিত বৈঠক।