বৃহস্পতিবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবারের মতোই শুক্রবারও ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের। শুক্রবার কোচবিহারের তিনবিঘা করিডরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। সেখানে বিএসএফ-র উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে।
মূলত বাংলাদেশিদের চলাচলের জন্যই এই তিন বিঘা করিডর খোলা থাকে ২৪ ঘণ্টা। এই পথে চোরাচালানের অভিযোগ দীর্ঘদিনের। অমিত শাহের সফরকে (Amit Shah Bengal visit) কেন্দ্র করে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে তিনবিঘা করিডর সহ গোটা মেখলিগঞ্জ ব্লককে। পাঁচ মাইলের হেলিপ্যাডেও মোতায়েন করা হয়েছে বিরাট সংখ্যক বিএসএফ (BSF) বাহিনী।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর সভামঞ্চ থেকেই উঠল উত্তরবঙ্গকে পৃথক করার দাবি, তীব্র নিন্দা মমতার
এই অনুষ্ঠান শেষে ফের কলকাতার হোটেলে ফেরার কথা রয়েছে শাহের (Amit Shah)। হোটেলেই দু’টি সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। সেই বৈঠকে কারা হাজির থাকতে পারেন, তার একটা তালিকাও নির্দিষ্ট করা হয়েছে দলের তরফে।
বিজেপি সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ এবং বিভিন্ন পুরসভার জয়ী প্রার্থীরা এই বৈঠকে থাকতে পারেন। অমিত শাহের এই সফরে সাংগঠনিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ওই বৈঠক শেষে শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়ায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির থাকার কথা শাহের।
তারপর বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বেহালার বীরেন রায় রোডের বাড়িতে নৈশভোজে যাওয়ার কথা রয়েছে অমিত শাহের। তাঁর সঙ্গেই থাকবেন শুভেন্দু অধিকারী ও স্বপন দাশগুপ্ত।