ওভারটেক করতে গিয়ে বড়োসড়ো বিপদ(Accident) ঘটল পূর্ব বর্ধমানের(East Burdwan) নবাবহাটে। সোজা পুকুরে গিয়ে পড়ে রোগীসমেত অ্যাম্বুলেন্স(Ambulance)। শুক্রবার সকালের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গেছে, শুক্রবার বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের(Burdwan-Bolpur National Highway) নবাবহাট ১০৮ মন্দিরের কাছে বোলপুরগামী একটি গাড়ি বেপরোয়া গতিতে ছুটে এসে ধাক্কা মারে একটি অ্যাম্বুলেন্সকে(Ambulance)। অ্যাম্বুলেন্স চালক বাম দিকে সরে গেলেও এড়ানো যায়নি দুর্ঘটনা। অ্যাম্বুলেন্সটি সোজা পুকুরে গিয়ে পড়ে।
আরও পড়ুন- Darjeeling Snowfall: বরফের চাদরে মুড়ল দার্জিলিং! রেকর্ড তুষারপাত শৈলশহরে
স্থানীয় বাসিন্দাদের কথায়, অ্যাম্বুলেন্সটি(Ambulance) পুকুরে পড়ার সঙ্গে সঙ্গেই জলে নামেন স্থানীয় বাসিন্দারা। তলিয়ে যেতে বসা অ্যাম্বুলেন্স আরোহীদের দ্রুত উদ্ধারে হাত লাগান এলাকাবাসী। তবুও রোগীসহ অ্যাম্বুলেন্সের(Ambulance) যাত্রীদের বের করতে গিয়ে হিমশিম খেতে হয় স্থানীয় বাসিন্দাদের। তবে পুকুরে জল কম থাকায় শেষপর্যন্ত রক্ষা পেয়েছেন যাত্রীরা। অন্যদিকে, ওই চারচাকা গাড়ির চারজন যাত্রীও সুস্থ আছেন বলেই খবর।