রাজনৈতিক বিরোধিতা আছে বলেই তাঁকে নিশানা করা হচ্ছে। বিশ্বভারতীর জমি বিতর্কে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen)। বিশ্বভারতী কর্তৃপক্ষকে (Visvabharati University) পাল্টা চিঠিও দিলেন অমর্ত্য সেনের আইনজীবী।
চিঠিতে অমর্ত্য সেনের আইনজীবী লিখেছেন, বাড়তি জমি দখলের অভিযোগ ভিত্তিহীন। এর জন্য বিশ্বভারতীকেই ক্ষমা চাইতে হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষ এর আগে দাবি করেছিল, অমর্ত্য সেন মোট ১.৩৮ একর জমি ভোগ করছেন। যার মধ্যে ১.২৫ একর জমির মালিকানা তাঁর। সেই জমি ফিরিয়ে দেওয়ার আবেদন করে বিশ্বভারতী।
আরও পড়ুন: পঞ্চায়েতে হিংসা বরদাস্ত নয়, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি, কড়া বিবৃতি জারি রাজ্যপালের
গত ২৪ জানুয়ারি অমর্ত্য সেনকে চিঠি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। যা নিয়ে বিতর্ক বাড়তে থাকে। এবার বিতর্ক এড়াতে নিজের নামে মিউটেশন করার আবেদন করেছেন অমর্ত্য সেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, "এটা তো আমার বাড়ি। আমি তো এখানেই তাকি। বিশ্বভারতীর কর্তারা যেমন ছাত্রদের তাড়িয়ে দিচ্ছেন, তেমনই আমার বাড়িটা নিয়ে নিতে চান। কেন করছেন, তার উত্তর পেতে গেলে জ্ঞানী লোকদের প্রশ্ন করতে হবে। যে রাজনীতিতে বিশ্বভারতী চলে, উপাচার্য নিজেকে চালান, তার সঙ্গে আমার মতবিরোধ আছে। এই কারণে এই কাজ করে থাকতে পারে।"