বিশ্বভারতীর জমি বিতর্কে অমর্ত্য-বিদ্যুৎ তরজা যেন থামার নাম করছে না। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে সম্প্রতি নিশানা করে বলেন, 'অমর্ত্য সেন নোবেল লরিয়েট নয়। উনি নোবেল প্রাইজ পাননি।’ সাংবাদিকদের মুখে বিদ্যুতের এই কথা শুনে হেসেই ফেললেন অমর্ত্য বাবু। এই প্রসঙ্গে তাঁর ছোট্ট উত্তর, ‘আমি কিছুই বলতে চাই না।‘
বিদ্যুৎ চক্রবর্তীর যুক্তি ছিল , ‘নোবেল প্রাইজের যে ডিডটা তৈরি হয়েছিল, সেখানে বলা আছে ৫ জনকে নোবেল প্রাইজ দেওয়া হবে।’ পরবর্তীতে সুইস ব্যাঙ্ক এগিয়ে এসে অর্থনীতিতে নোবেল চালু করে। যার নাম ব্যাঙ্ক অব সুই়ডেন প্রাইজ় ইন ইকনমিক সায়েন্স ইন মেমোরি অব আলফ্রেড নোবেল। ‘ তাই বিশ্বভারতীর উপাচার্যের দাবি, অমর্ত্য বাবু আসল নোবেল পুরস্কার পাননি।
Amartya Sen: বিশ্বভারতীর জমি বিতর্ক, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে পাল্টা কটাক্ষ অমর্ত্য সেনের
উল্লেখ্য তাঁর দাবি বিশ্বভারতীর ১৩ ডেসিবল জমি দখল করে রেখেছেন অর্থনীতিবিদ। উপাচার্যের প্রসঙ্গে অমর্ত্য বলেন, ‘‘আমি বিমর্ষ হয়ে পড়ছি, লোকটার চিন্তা-ভাবনা দেখে।। এখানে অবিচার হচ্ছে, কর্তৃপক্ষ কেন ভাবছেন না?’’ উল্লেখ্য দীর্ঘদিন থেকেই অমর্ত্য বাবুর জমি নিয়ে আইনি জটিলতা চলছে। বিশ্বভারতীও নিজের অবস্থান থেকে সরতে নারাজ। অমর্ত্য বাবুর কথায় ওই জমি তাঁর বাবার কেনা।