বয়স তাঁর সংখ্যা মাত্র। মেজাজটাই আসল রাজা। আর সেই মেজাজেই ছুটে দিয়ে চোর ধরলেন শিলিগুড়ির বাসিন্দা ৯২ বছরের অমলেন্দু সুর। ধুতি পড়েই ছুটেছিলেন। তারপর চোর ধরে তুলে দেন পুলিশের হাতে। এই ঘটনার পর থেকেই ভাইরাল এখন ৯২ বছরের 'বিস্ময় বালক' অমলেন্দু সুর।
ঠিক কী হয়েছিল মঙ্গলবার সকালে ?
শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে থেকে রানি সুর নামে এক বৃদ্ধার সোনার হার ছিনতাই করে পালাচ্ছিল এক দুষ্কৃতী। জানতে পেরেই দুষ্কৃতীর পিছনে ধাওয়া করেন তাঁর স্বামী অমলেন্দু। তারপর সেই দুষ্কৃতীকে নিজের হাতে পুলিশে তুলে দেন অমলেন্দুবাবু। দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার পুলিশ। উদ্ধার হয় ছিনতাই হওয়া সোনার হারটি। বৃদ্ধ দম্পতি থানায় আসতেই তাঁদের কাজের প্রশংসা করে পুলিশ। প্রয়োজনীয় ওষুধ কিনে এবং ক্যান্টিনে খাইয়ে গাড়িতে করে তাঁদের বাড়ি ফেরায় শিলিগুড়ি থানার পুলিশ।
এমনকি কোনও অসুবিধা হলে ফোন করার কথা দম্পতিকে বলেছেন শিলিগুড়ি থানার আইসি সুদীপ চক্রবর্তী। নিজের নম্বরও দেন তিনি। আগামীতে তাঁদের সম্মানের বাড়ির সদস্যও করার কথা রয়েছে। ছিনতাই হওয়া সোনার হারটি আইনি প্রক্রিয়া শেষে ফের বৃদ্ধাকে ফিরিয়ে দেওয়া হবে।