শিক্ষার পর এবার স্বাস্থ্য। স্বাস্থ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি বিকাশ ভট্টাচার্যের। সামাজিক মাধ্য়মে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন সিপিএম সাংসদের। রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত সব নিয়োগের ফাইল সিবিআইকে পাঠানোর জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। ফাইল পাঠানোর জন্য মুখ্যমন্ত্রীকে ৭ দিন সময় দিয়েছেন বিকাশ। মেয়র থাকাকালীন পুরসভায় জন্মশংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। খোলা চিঠিতে সেই রিপোর্ট প্রকাশেরও দাবি তুলেছেন তিনি।
তাঁর এই পোস্ট সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। স্বাস্থ্য দফতরের কোন কোন দুর্নীতির কথা বলতে চাইছেন বিকাশ? তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বছর দেড়েক আগে আরএমও কেলেঙ্কারি, যাতে নাম জড়িয়েছিল শাসকদলের ঘনিষ্ঠ এক প্রভাবশালীর, সেই দুর্নীতির কথাই এই আইনজীবী বলছেন কিনা, তা নিয়েই উঠছে প্রশ্ন। অভিযোগ, ওই প্রভাবশালী একাই সুপার স্পেশ্যালিটি স্তরে ১৪ টি পদের সুযোগ পেয়েছিলেন। উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও তাঁদের থেকে কম যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা আরএমও পদে নিয়োগ হয়েছিলেন, তা নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে। পোস্টিং নিয়েও নানান অভিযোগ রয়েছে স্বাস্থ্য দফতরের অন্দরে। টাকা বিনিময়ে পোস্টিংয়েরও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, কোভিডের সময়েও পিপিই কিট নিয়েও কেলেঙ্কারি হয়েছিল রাজ্যে। রাজভবন থেকে চিঠি গিয়েছিল স্বাস্থ্য দফতরে। কিন্তু তারপর সেই তদন্তের গতিপ্রকৃতি কী হয়েছিল, সেটাও অস্পষ্ট। আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের একটি কমিটি গঠন হলেও তার চূড়ান্ত পরিণতি দেখা যায়নি।