তিলজলায় সাত বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। এমনকি রাজ্যের রিপোর্টে গলদ দেখে কেন্দ্রীয় জাতীয় সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা শুক্রবার তিলজলা পৌঁছয়। কিন্তু সেখানেও তাঁদের তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠছে। অভিযোগ, নির্যাতিতার বাবা মায়ের সঙ্গেও বলতে দেওয়া হচ্ছে না কথা। এই দলে রয়েছেন কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো এবং সেক্রেটারি রুপালি বন্দ্যোপাধ্যায়। জোর করে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তারা।
Baguihati Case Update: বাগুইআটির জোড়া খুন কাণ্ডে নয়া মোড়, রাজসাক্ষী হবেন মূলচক্রী
কেন্দ্রের শিশু সুরক্ষা কমিশনকে বাধা দেওয়ার অভিযোগ রাজ্যের কমিশনের বিরুদ্ধে। আর এই ঘটনার পরেই মুখ খুলেছিলেন কেন্দ্রীয় শিশুসুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। তাঁর অভিযোগ, রাজ্যের তরফে চিঠি দিয়ে তিলজলার ঘটনায় কেন্দ্রকে বাধা দেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন ছিল, তিলজলা কাণ্ডে রাজ্য কী লুকোতে চাইছে?
তদন্তের জন্য রাজ্যে কেন্দ্রের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই বলেও জানিয়েছিল সরকার। রাজ্য কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় চিঠি দিয়ে জানান, কেন্দ্রের কমিশনের বাংলায় এসে তিলজলাকাণ্ডের তদারকি করার কোনও প্রয়োজন নেই। এরপরই শুরু হয় বিতর্ক।