সন্দেশখালি ঘটনার প্রতিবাদে সোমবার শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল ABVP, অভিযোগ সেই অভিযানেই পুলিশের বাধা পায় কর্মী-সমর্থকেরা। পূর্ব ঘোষণা অনুযায়ী জলপাই মোড় এলাকা থেকে মিছিল শুরু করেছিল ABVP এর কর্মী সমর্থকেরা। অভিযোগ সামাল দিতে, অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছিল, তৈরি ছিল জল কামান এবং টিয়ার গ্যাসও। ABVP ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় আন্দোলনকারীদের। তিনবাত্তি মোড়ের কাছে শুরু হয় ধস্তাধস্তি। বেশ কিছুজনকে আটক করে পুলিশ।
Arjun Singh: 'বিজেপি ছাড়া ভুল হয়েছিল', টিকিট না পেয়ে উপলব্ধি অর্জুন সিংয়ের
অভিযোগ, চ্যাংদোলা করে, টানতে টানতে এবিভিপি কর্মী-সমর্থকদের ভ্যানে তোলা হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ কেন, এই প্রশ্নই তুলছেন ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা।