তাঁর জমানায় কেন্দ্রীয় এজেন্সি ইডি কতটা সফল। সোমবার লোকসভায় দাঁড়িয়ে সেই খতিয়ান দেশের সামনে তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের বাংলার চার জেলায় তল্লাশিতে নেমে পড়ল কেন্দ্রীয় এজেন্সি। এবার ১০০ দিনের দুর্নীতির তদন্তে অভিযান চলল সল্টলেক, ঝাড়গ্রাম, হুগলির চূচূড়া এবং মুশিদাবাদে।
মুর্শিদাবাদের বেলডাঙা এবং হুগলির ধনেখালিতে ১০০ দিনের কাজের দুর্নীতি নিয়ে অভিযোগ জমা পড়েছিল বলে দাবি ইডির। সেই অভিযোগের ভিত্তিতে এদিন চার জেলায় তল্লাশি অভিযান। ইডি সূত্রে জানা গিয়েছে, ওই অভিযোগে দাবি করা হয় রাজ্যে ১০০ দিনের জন্য বরাদ্দ টাকার নয়ছয় করা হয়েছে। এই একই অভিযোগ করা হয়েছিল ধনেখালি এবং বেলডাঙা থেকে।
সোমবারই নাম না করে বাংলার দুর্নীতি নিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের বেঞ্চে বসে থাকা অধীর চৌধুরীকে এই ব্যাপারে প্রশ্নও করেছিলেন। তাঁর এই প্রশ্নের মধ্যেই এবার রাজ্যে ১০০ দিনের টাকা নয়ছয়ের অভিযোগে তদন্ত শুরু করল ইডি।