তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনও প্রার্থী দেওয়া যাবে না। এমনই হুমকি পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ নেতাজি অঞ্চলে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
নেতাজি অঞ্চলে দেওয়া ওই পোস্টারে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনও বিজেপি প্রার্থী দিলে তাঁকে খুন করা হবে। এছাড়াও কাকদ্বীপ তিন নম্বর মণ্ডলের সভাপতি মেঘনাদ দেবশর্মাকেও খুন করার হুমকি দেওয়া হয়েছে।
ওই পোস্টারে বলা হয়েছে, কোনও গ্রামে মেঘনাদ দেবশর্মা গেলে তাঁর মাথা কেটে ফুটবল খেলা হবে।
বিজেপির অভিযোগ, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করতে চাইছে শাসক দল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা জানিয়েছেন, প্রার্থী খুঁজে না পেয়ে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে বিজেপি।