মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার সময় ট্রেনেই আক্রান্ত এক পরীক্ষার্থী। মঙ্গলবার পরীক্ষা দিয়ে ফেরার সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ট্রেনের মধ্যেই, একদল ছাত্রকে মারতে শুরু করে বলে অভিযোগ। ছাত্রের নাম দীপ বৈরাগী। বেধড়ক মারধর করার জেরে হাসপাতালে ভর্তি করতে হয় ওই ছাত্রকে। ইফটিজিং-এর প্রতিবাদ করে তাঁকে আক্রান্ত হতে হয় বলে অভিযোগ আক্রান্ত ছাত্রের।
ঘুটিয়ারি বিএম বিদ্যাপীঠ স্কুলের ছাত্রদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। আগের একটি ঘটনায় এই স্কুলের ছাত্রদের সঙ্গে বেতবেড়িয়া সংগ্ৰামী নগর বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রদের বচসা বেঁধেছিল। তার রেশ ধরেই, এই ঘটনা বলে জানিয়েছে আক্রান্ত ছাত্রের সহপাঠীরা।