দশম শ্রেনির এক ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য বানারহাটে। মৃত নেহা ভাওয়ালের বাড়ি বানারহাটের সুকান্তপল্লি এলাকায়। পরিবারের অভিযোগ, নেহার পরিচিত ৩ নাবালক রাতে বাড়িতে ঢুকে তাঁকে মেরে ঝুলিয়ে দেয়। এমনকি, ৩ বছরের ভাইয়ের সামনেই ঘটে এই গোটা ঘটনা। ইতিমধ্যেই অভিযুক্ত তিন নাবালককে আটক করেছে বানারহাট থানা।
জানা গিয়েছে, শুক্রবার রাত ৯টা নাগাদ এই ঘটনাটি ঘটে। শনিবার সকালে বিষয়টি চাউর হতেই শোরগোল পরে যায় গোটা এলাকায়। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে মৃতার তিন বছরের ভাই কোনওরকমে জানায়, শুক্রবার রাতে তিনজন ছেলে তাদের বাড়িতে ঢুকে প্রথমে নেহার হাত বেঁধে ফেলে। এরপর তাকে টানতে টানতে নিয়ে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। রাতে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ফিরতেই চিৎকার-চেঁচামিচিতে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপর নাবালিকাকে উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃতার মায়ের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই মেয়েকে উত্তক্ত করত এক নাবালক। সেই ছেলেটি শুক্রবার বানারহাট আসে বলেও খবর। ঘটনার নেপথ্যে তার হাত থাকতে পারে বলেও পুলিশকে জানিয়েছে নেহার পরিবার। ইতিমধ্যেই আটক ৩ নাবালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনায় যুক্তদের অবিলম্বে উপযুক্ত শাস্তির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।