বসিরহাটের (Basirhat) মাটিয়ায় ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের (Minor Rape) অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে শহর আলি সর্দার নামে এক যুবক ও তাঁর প্রেমিকাকে। শনিবার একটি পার্ক থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালিকাকে।
জানা গিয়েছে, উপহার আনার জন্য প্রেমিকের কাছে পাঠিয়েছিল নাবালিকার মাসতুতো দিদি। ওই যুবকই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের। অত্যাচারে নাবালিকাটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অচৈতন্য অবস্থায় একটি পার্ক থেকে তাকে উদ্ধার করে পরিবার। তাকে আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রূপান্তরিত মহিলার প্রেম পূর্ণতা পেল, এক অন্য রূপকথার সাক্ষী আলিপুরদুয়ার
অভিযোগের পরই শহর আলি সর্দার ও তার প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ।