RG কর কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এর জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার তাঁর সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দ্যা ট্রেন্ডিং ইন্ডিয়ানের একটি খবর পোস্ট করেছেন অভিনেত্রী। ওই পোস্টের সঙ্গে লেখা হয়েছে, সন্তানের জন্ম দেওয়ার ১৪ দিনের মাথায় নিজের স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ।
কী ঘটেছিল?
RG কর কাণ্ডের একাধিক অজানা প্রশ্নের উত্তর খুঁজতে ১৩ দিন ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছেন CBI আধিকারিকরা। অন্যদিকে তাঁর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ তুলে একটি পোস্ট করলেন স্বস্তিকা। দ্যা ট্রেন্ডিং ইন্ডিয়ান এই সংক্রান্ত একটি পোস্ট করেছিল। সেই পোস্টটিই নিজের অ্য়াকাউন্টে শেয়ার করেছেন টলি অভিনেত্রী।
অন্যদিকে এই সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল TV৯ বাংলা এবং হিন্দুস্থান টাইমস বাংলায়।
কী অভিযোগ করা হয়েছে?
ওই দুটি সংবাদ সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সন্দীপ ঘোষের প্রাক্তন প্রতিবেশীরা অভিযোগ করেন, সন্তানের জন্ম দেওয়ার ১৪ দিনের মাথায় তাঁর স্ত্রীর উপর অত্যাচার চালান সন্দীপ। তাঁর পেটে লাথি মারা হয়। বিষয়টি জানতে পেরে হাজির হয়েছিলেন প্রতিবেশীদের কয়েকজন। তাঁরা সন্দীপ ঘোষের স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেন। এমনকি, তাঁর পেটের কয়েকটি সেলাই ফেটে গিয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।
সন্দীপের পরিবারের কী বক্তব্য?
প্রতিবেশীদের ওই অভিযোগ অস্বীকার করেছেন সন্দীপের ঘোষের পরিবারের সদস্যরা। এমনকি তাঁর স্ত্রীও ওই অভিযোগ অস্বীকার করেছেন।
এরই মাঝে খবর রটে গিয়েছিল সন্দীপ ঘোষের স্ত্রীকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বদলি করা হয়েছে। যদিও বাংলা সংবাদমাধ্যম দ্যা ওয়াল জানিয়েছে, তাঁকে কোথাও বদলি করা হয়নি। সন্দীপ ঘোষের স্ত্রীর বদলির যে খবর প্রকাশিত হয়েছিল তা সম্পূর্ণ ভুয়ো।