নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে সব পদ থেকে একযোগে পদত্যাগ করলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সব নেতা। ইতিমধ্যে পার্ক সার্কাস এবং নিউটাউন ক্যাম্পাসের টিএমসিপি-র নেতারা সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এদিকে সব অভিযোগ খতিয়ে দেখে সংগঠনে কিছু রদবদল করা হবে বলে জানিয়েছেন তৃণাঙ্কুর।
জানা গিয়েছে, TMCP-র তরফে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক পদে রয়েছেন মীর সিদ্দিকি। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেই ইস্তফা দিয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংগঠনের নেতারা।
পদত্যাগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের টিএমসিপি-র সাধারণ সম্পাদক ওয়াদিল আলম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে চরম দুর্নীতি হচ্ছে। পড়াশোনার পরিবেশ নেই। একাধিক অনিয়মেরও অভিযোগ তুলেছেন তিনি।