ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সমস্ত দলকে একজোট হওয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী দলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। দেশ বাঁচানোর লড়াইতে বিজেপির বিরুদ্ধে সকলকে কোমর বেঁধে নামার ডাক দিয়েছেন মমতা। কিছুদিন আগেও তৃণমূল নেত্রী কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি-বিরোধী জোটের ডাক দিয়েছিলেন। এমনকি, সমাজবাদী পার্টি-বিজেডির সঙ্গে একপ্রস্থ বৈঠকও হয়।
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের পর পরিস্থিতি আমূল বদলে যায়। রেড রোডের ধর্নামঞ্চ থেকেও কংগ্রেস সম্পর্কে কোনও কটাক্ষ করেননি তৃণমূল নেত্রী। পাশাপাশি, রাহুলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে বার্তাও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ জানান, রাহুল গান্ধীর কথাকে তিনি সমর্থন করেন না। তবে যেভাবে কংগ্রেস সাংসদের সদস্য পদ খারিজ হয়েছে, তাতে বিজেপির গায়ের জোরটাই আরও স্পষ্ট হয়েছে।