রাজ্যে বেলাগাম করোনা(Corona) সংক্রমণ । কলকাতা(Kolkata), উত্তর ২৪ পরগনার(North 24 Parganas) পাশাপাশি, পূর্ব বর্ধমান(East Bardhaman) জেলায় কোভিডের গ্রাফ উর্ধ্বমুখী । বিশেষ করে বর্ধমান(Bardhaman) শহরে আক্রান্তের সংখ্যা বাড়ছে । পরিস্থিতি মোকাবিলায় বর্ধমান শহরে সবজি, মাছ-মাংসের বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । সেইমতো, সরকারি নির্দেশিকা মেনেই সোমবার বন্ধ রাখা হল শহরের বাজারগুলি ।
এদিন সকালে শহরের তেঁতুলতলা, নীলপুর থেকে বীরহাটা, ঝুরঝুরে পুল কিংবা উদয়পল্লী সব বাজার প্রায় সুনসান । তৎপর রয়েছে পুলিশ প্রশাসনও । প্রশাসনের এই কোভিড নির্দেশিকাকে সমর্থন জানিয়েছেন ব্যবসায়ীরাও ।
আরও পড়ুন, Omicron: যে তিনটি কারণে এত দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন
রবিবার, রাজ্যের স্বাস্থ্য দফরতরে রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৫২৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন । আর তার মধ্যে বর্ধমান শহরেই আক্রান্ত ২০২ । কোভিডে ধুঁকছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালও । সেখানে এখনও পর্যন্ত মোট ৩০ জন চিকিৎসক কোভিড পজিটিভ । পাশাপাশি, ৩৫ জন নার্স ও স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন ।