কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পুজোয় যা বোনাস পাবেন, জেলায় কর্মরত সিভিক ভলান্টিয়াররাও সেই বোনাসই পাবেন। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সব সিভিক ভলান্টিয়াররাই (Civic Police) ৫৩০০ টাকা করে বোনাস পাবেন। আশাকর্মীরাও একই বোনাস পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের (Kolkata Police and WB Police) সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাসে বৈষম্য নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই নিয়েই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কিছু রাজনৈতিক দল ও নেতা অসৎ উদ্দেশে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে।
আরও পড়ুন: দুর্গাপুজোর চারদিন আকাশ থাকবে ঝলমলে, কমবে ভ্যাপসা গরমও, জানাল মৌসম ভবন
এই মুহূর্তে রাজ্যে দুই লক্ষের বেশি সিভিক ভলান্টিয়ার আছেন। পুলিশের কাজে সহযোগিতা করেন তাঁরা। হাই কোর্টের নির্দেশে আইন শৃঙ্খলাজনিত কোনও বিষয়ে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো যায় না।