তৃণমূল নেতা শেখ শাহাজানকে খঁজছে ED। এবার সেই নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। তিনি জানিয়েছেন চিকিৎসা করাতে রাজ্যের বাইরে গিয়েছেন ওই তৃণমূল নেতা।
ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর প্রায় ২০ দিন পেরিয়ে গিয়েছে। তাঁর খোঁজে সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই কারামন্ত্রীর এমন মন্তব্য করেছেন যাকে ঘিরে শুরু হয়ে বিতর্ক।
কী বলেছেন
বৃহস্পতিবার অখিল গিরি জানিয়েছেন, "শেখ শাহাজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। উনি অসুস্থ ছিলেন। তবে এখন কোথায় আছেন নিশ্চিতভাবে পুলিশ খুঁজে তা বের করবে।"
এদিকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী জানিয়েছেন, মন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। এবিষয়ে দলের কোনও সম্পর্ক নেই।