তিনটি বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে থাকবে না দলীয় কোনও মুখপাত্র। এমনই সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। ওই তিনটি বেসরকারি চ্যানেলের বিরুদ্ধে বাংলা বিরোধী এজেন্ডা প্রচার করার অভিযোগও তুলেছে শাসক দল। শুধু তাই নয়, বাংলার মানুষকে ভুল পথে চালিত না হওয়ার বার্তাও দিয়েছে তৃণমূল।
সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমে টক-শোতে অংশ নেয় দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি বিতর্কিত মন্তব্য করেন। একাধিক চিকিৎসক সংগঠন ওই মন্তব্যের প্রতিবাদ করেন। তাঁকে মেল পাঠায় ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামও। রবিবারই জনসমক্ষে ক্ষমা চান কাকলি ঘোষ দস্তিদার। তিনি জানিয়েছেন, তাঁর ওই মন্তব্যের কারণে কেউ আঘাত পেলে তিনি দুঃখিত।
রবিবার রাত ৯টা নাগাদ তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। তিনটি বিশেষ সংবাদমাধ্যমের নাম উল্লেখ করে, তাদের বয়কট ঘোষণা করে শাসক দল। বিবৃতি দিয়ে জানানো হয়, তাঁদের অনুষ্ঠানে অংশ নেবেন না দলের কোনও মুখপাত্র। দলের পক্ষ থেকে জানানো হয়, "বাংলার মানুষ কখনও এই প্ররোচনায় পা দেয়নি। সত্যের পথেই চলেছে সব সময়।