দিল্লিতে সোমবার আরও বৃদ্ধি পেল দূষণের মাত্রা। সোমবার সকালে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৮৮। রবিবার সেই মাত্রা ছিল ৪৬০। এই পরিস্থিতির জেরে দ্রুত বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
অন্যদিকে আগ্রাতেও দূষণের মাত্রা এতটাই বেশি ছিল যে সোমবার সকালে স্পষ্টভাবে তাজমহল দেখা যায়নি। সকাল থেকে ধোঁয়াশায় ভরা ছিল আগ্রার বাতাস। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল ১১টায় আগ্রায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১৯১।
টানা পাঁচদিন ধরে দিল্লির বাতাসের গুণগত মান অনেকটাই খারাপ। আর কয়েকদিন পরেই দীপাবলি। পরিস্থিতি তখন আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশ প্রেমীদের অনেকেই।
Read More- সেনা অফিসারদের মতোই মহিলা জওয়ানেরাও পাবেন মাতৃত্বকালীন ছুটি , প্রস্তাবে সম্মতি রাজনাথের
এই পরিস্থিতির জেরে অনেকেরই স্বাস্থ্যের সমস্যা তৈরি হয়েছে। শ্বাসকষ্ট, চোখজ্বালার মতো একাধিক উপসর্গ দেখা দিচ্ছে। এদিকে পরিবেশবিদদের অনেকেই জানিয়েছেন, দিল্লির পরিস্থিতির জেরে শুধু মানব শরীরে নয়, পশুপাখিদের শরীরেও সমস্যা তৈরি হয়েছে।