উদ্বোধনের আগেই বিতর্কে কল্যাণী এইমস। অভিযোগ, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র ছাড়াই এইমসের ভবনটি নির্মাণ হয়েছে। রবিবার এই ভবনটির উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে শনিবার সাংবাদিক বৈঠক করেন পর্ষদের চেয়ারম্যান তথা পরিবেশবিদ কল্যাণ রুদ্র। তাঁর অভিযোগ, এইমসের নতুন ভবন পরিবেশ দফতরের ছাড়পত্র পায়নি।
রবিবার গুজরাতের রাজকোট, ভাতিন্ডা, মঙ্গলগিরি ও রায়বেরিলি ও কল্যাণীর ভারচুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পর্ষদের দাবি, ২০ হাজার বর্গমিটারের বেশি প্রোজেক্ট এরিয়া হলে তাতে পরিবেশ দফতরের ছাড়পত্র লাগে। নির্মাণকাজ শুরুর পর আবেদন করলে তা ভায়োলেশন ক্যাটাগরির আওতায় পড়ে। পর্ষদের দাবি, এইমস আগে এই আবেদন করা হয়নি।
এরপর এইমসকে ১৫ কোটি ১০ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ মুকুবের আবেদন করেছে এইমস কর্তৃপক্ষ। এই নিয়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, পরিবেশগত ছাড়পত্র দেওয়া যাবে না। এই নির্দেশের পরই রাজ্যের ২৫টি প্রকল্পে কোনও পরিবেশগত ছাড়পত্র দিতে পারছে না দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তার মধ্যে রয়েছে কল্যাণী এইমসও।