অগ্নিপথের আঁচ থেকে রেহাই পেল না বাংলা। শুক্রবার ভরা অফিস টাইমে ট্রেন থামিয়ে ঠাকুরনগরে বিক্ষোভ দেখালেন একদল যুবক। তাঁদের দাবি, অবিলম্বে কেন্দ্রেকে এই নীতি প্রত্য়াহার করতে হবে। বৃহস্পতিবার দিনভর অগ্নিপথ বিক্ষোভে অগ্নিগর্ভ হয়েছে বিহার, উত্তরপ্রদেশ। সেই বিক্ষোভের আঁচেই কার্যত পিছু হঠেছিল কেন্দ্র। এক বছরের জন্য ছাড় দিয়েছিল বয়সীমায়। কেন্দ্রের এই সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই বাংলা সাক্ষী থাকল অগ্নিপথ বিক্ষোভের। এদিন সকালে উত্তর ২৪ পরগনার ঠাকুর নগরে এই বিক্ষোভের জেরে চরম দু্র্ভোগের মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের।
এদিন সকাল প্রায় আটটা নাগাদ রেললাইনের উপর দিয়ে জাতীয় পতাকা হাতে একদল যুবকে আসতে দেখা যায়। তাঁদের হাতে ছিল অগ্নিপথ বিরোধী পোস্টারও। সেইসময় ঠাকুরনগর স্টেশনে আসছিল ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল। ব্যস্ত সময়ে সেই ট্রেন থামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের উত্তরভাগের রাজ্যগুলির পর ভারতীয় সেনায় সবচেয়ে বেশি সংখ্য়ায় যুবক চাকরি করতে যান পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু সেনায় চুক্তিভিত্তিক প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্র ফের দেশের যুবকদের বঞ্চিত করছে।
বৃহস্পতিবারই এই ইস্যুতে উত্তাল হয়েছিল বিহার। রাজ্যের একাধিক জেলায় কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়েছিল।