রাজ্যের (West Bengal) সবকটি সরকারি বা সরকার পোষিত স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগো লাগানোর নির্দেশ দিয়েছে নবান্ন (Nabanna)। এই নির্দেশ বাতিলের দাবিতে আদালতে দ্বারস্থ হলেন এক ব্যক্তি। মামলা হল কলকাতা হাই কোর্টে (Calcutta High) ।
স্কুলের পোশাক নীল-সাদা করার পাশাপাশি বুকে বিশ্ব বাংলার লোগো লাগানোর নির্দেশ দিয়েছে সমগ্র শিক্ষা মিশন (এসএসএম)। এই লোগো ব্যবহারের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন সৌমেন হালদার নামে এক ব্যক্তি। তাঁর দাবি, বিশ্ব বাংলা লোগো ব্যবহার করা হয় সরকারি কাজে। তাই স্কুলের লোগো লাগাতে দেওয়া উচিত।
আরও পড়ুন: School Uniform: রাজ্যে চালু হতে চলেছে নীল-সাদা স্কুল ইউনিফর্ম, বিরোধিতা বিজেপির
মামলাকারীর আইনজীবী রাজনীল মুখোপাধ্যায় বলেন, ‘‘স্কুলের পোশাক নীল-সাদা করার বিষয়টি নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু পোশাকের বুকে বা বিশ্ব বাংলার লোগো ব্যবহার করার বিষয়েই আপত্তি রয়েছে।’’ মামলাটি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে গৃহীত হয়েছে।
আসানসোল লোকসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী তথা আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, "রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই। এই ধরনের সিদ্ধান্ত তারই প্রমাণ।"