ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সমস্যার সময় কেন সাংসদকে দেখা যায়না সেবিষয়েও প্রশ্ন তোলেন এলাকাবাসীরা। যদিও এর পিছনে শাসক দলের চক্রান্ত রয়েছে বলে দাবি BJP সাংসদের। মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলে অভিযোগ তাঁর।
রবিবার সিঙ্গুরের আথালিয়া গ্রামে ভোট প্রচার করতে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সাংসদ যাওয়ার খবর পৌঁছতেই ভিড় জমে যায়। তারপরেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। ভাতা না পাওয়া থেকে শুরু করে আবাস যোজনায় বাড়ি অমিল। শুরু হয় অভিযোগ জানানোর পালা। কিন্তু লকেট সেসময় সব দোষ তৃণমূলের উপর দিলে বিক্ষোভকারীরা আরও উত্তেজিত হয়ে ওঠেন।
অভিযোগ জানানোর পর লকেট জানায়, শাসকদলের দুর্নীতির কারণে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু সেসময় ভিড় থেকে এক বৃদ্ধ প্রশ্ন ছোড়েন, ‘‘ভোটের সময় এসে বললে তো হবে না। আগে থেকে এ সব খোঁজখবর নিতে হয়।’’
লকেট চট্টোপাধ্যায় পুরো বিষয়টির জন্য রাজ্যের শাসক দলকে দায়ী করে বলেন, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। তার জন্যই বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা।
এবিষয়ে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়, লোকসভার ভোটের আগে সাংসদ একাধিক প্রতিশ্রুতি দিলেও কোনও কাজ হয়নি। তাই সাধারণ মানুষ ক্ষুব্ধ।