RG Kar: CP-র পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান বামেদের, DC-নর্থের অফিস ঘেরাও BJP-র, উত্তাল কলকাতা

Updated : Sep 09, 2024 17:18
|
Editorji News Desk

RG কাণ্ডের প্রতিবাদে এবং প্রকৃত অভিযুক্তদের শাস্তির দাবিতে সোমবার উত্তাল কলকাতা। শহরবাসী দেখলেন একদিকে BJP অন্যদিকে বামেদের প্রতিবাদ। সোমবার দুপুরে BJP-র তরফে DC নর্থের অফিস ঘেরাও করা হয়। ওই কর্মসূচির নেতৃত্ব দেন উত্তর কলকাতার BJP-র নেতা সজল ঘোষ। এর পাশাপাশি বামেদের পক্ষ থেকেও লালবাজার অভিযান করা হয় এদিন। তবে বেন্টিং স্ট্রিটের আগেই গার্ডরেল করে দেওয়া হয় পুলিশের তরফে। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। CPIM এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ জন CPIM কর্মীকে আটক করেছে পুলিশ।

এদিনের মিছিল রুখতে ৯ ফুটের গার্ড রেল তৈরি করে পুলিশ। যদিও ব্যারিকেডের উপর উঠে পড়েন CPIM কর্মী সমর্থকরা। এবিষয়ে CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। বিচার আটকাতে টাকা খরচ করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী প্রথমে ফাঁসির দাবি করলেও এখন কেন নীরব?   

RG কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে BJP। কলকাতায় টানা ধর্না চালানোর পাশাপাশি জেলাতেও বিক্ষোভ দেখিয়েছে তারা। এরপর সোমবার DC নর্থের অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছিল গেরুয়া শিবির। সেই মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয়। 

DC-র অফিসের অনেক আগেই BJP-র মিছিল আটকে দেওয়া হয়। তারপর ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে রীতিমতো তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তাঁরা। 

অন্যদিকে বামেদের তরফেও এদিন লালবাজার অভিযান করা হয়। তাদের অভিযোগ, ৯তারিখের খুন ও ধর্ষণের ঘটনার পর প্রমাণ লোপাট করা হয়েছে। এবং আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এবং সেই কারণেই বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন BJP-নেতা সজল ঘোষ। তাঁর অভিযোগ, সুষ্ঠুভাবে প্রতিবাদ-আন্দোলন করা হচ্ছিল। RG করের নিহত চিকিৎসকের খুনীদের শাস্তির দাবি তোলা হয়েছিল। কিন্তু পুলিশ বিনা কারণে তাঁদের আটকাচ্ছে। 

BJP

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর