অবসরের সময়ে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন হুগলির ৬২ জন, তারমধ্যে চার জন আবার চাকরি পেলেন মৃত্যুর পরে। এই দুর্নীতির অভিযোগেই সরগরম হুগলি। অর্থাৎ যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের অধিকাংশের বয়সই ষাটোর্ধ।
Australian Open 2024 : ৪২ পয়েন্টের টাইব্রেকারে অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস, রিবাকিনাকে হারালেন ব্লিঙ্কোভা
সম্প্রতি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ার পার্সন ৬৬ জনের নিয়োগ পত্র দেন। প্রশিক্ষণপ্রাপ্তদেরও নাকি বাম আমলে এই চাকরি মেলেনি , পরে প্যানেলও বাতিল হয়ে গিয়েছিল। এই বয়সে নিয়োগপত্র পেয়ে আকাশ থেকে পড়ছেন প্রবীণরা। শিক্ষায় দুর্নীতি নিয়ে যখন সরগরম রাজ্য-রাজনীতি তখন এই নিয়ে শোরগোল শুরু হয়েছে হুগলিতে।