একটা দুর্নীতির তদন্ত শেষ হল না। আরও একটি দুর্নীতিতে এবার নাম জড়াল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের। স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতির পর এবার টেটে দুর্নীতিতেও নাম জড়াল তাঁর। ইডি সূত্রে খবর, পার্থর বাড়ি থেকে যে নথি উদ্ধার হয়েছে, সেখানে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথিও রয়েছে। পাওয়া গিয়েছে স্কুল সার্ভিসে শিক্ষক নিয়োগের নথিও। যা নিজেদের সিজার লিস্টে উল্লেখ করেছে ইডি।
এদিকে, পার্থ চট্টোপাধ্য়ায়কে কেন্দ্র করে ক্রমাগত চাপ বাড়ছে সরকারের উপরে। সোমবারই মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, তিনি দুর্নীতিকে রেয়াত করেন না। দোষী সাবস্য হলে, সাজা দিক আদালত। তাতে তাঁর সরকার ও তাঁর দল কোনও রকম বাঁধা দেবে না। পুরো ঘটনায় তৃণমূল ও সরকারের যে কোনও যোগ নেই, তা-ও স্পষ্ট করে দেন তিনি। এই পরিস্থিতিতে মন্ত্রিসভা থেকে পার্থকে বরখাস্তের দাবিতে আরও সরব কংগ্রেস। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে মন্ত্রিসভা থেকে পার্থর অপসারণ চেয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
আরও পড়ুন: ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ ফের সনিয়া গান্ধীকে তলব ইডির
তাঁর অভিযোগ, স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রীর নির্দেশে। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। তাই পার্থকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরাখাস্তের দাবি তোলা হয়েছে। এই ইস্যুতে অবশ্য আগেই সরকারকে আক্রমণ করেছে বিজেপি ও সিপিএম।