কলকাতার (Kolkata) পর এবার সল্টলেকেও (Saltlake) বন্ধ হচ্ছে হুক্কা বার (Hookah Bar) ? সম্প্রতি, শহরের সব হুকা বার বন্ধের নির্দেশ দিয়েছিল কলকাতা পুরসভা । এবার জানা যাচ্ছে, সল্টলেকেও বন্ধ হয়ে যেতে পারে হুক্কা বার । এই বিষয়ে সুপারিশ জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিলেন খোদ বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) । যদিও, তিনি জানিয়েছেন, এ সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত । বিধাননগর পুরসভার তরফে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।
সব্যসাচী দত্ত জানিয়েছেন, তিনি স্বতপ্রণোদিত ভাবেই হুক্কা বার বন্ধের সুপারিশ করেছেন । বিধানসভা পুরসভার কাছেও তিনি এই প্রস্তাব রাখবেন শীঘ্রই । চেয়ারম্যানের কথায়, জানুয়ারিতে বোর্ড মিটিং। সেখানে প্রস্তাব রাখা হবে। যদি পাশ হয়, তা হলে এই বিষয়ে ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নেওয়া হবে । তবে ততদিনে হুক্কাবার মালিকরা ট্রেড লাইসেন্স নবীকরণ করে নিলে, সেই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে সন্দেহ আছে । কিন্তু, হাল ছাড়তে নারাজ সব্যসাচীবাবু । তিনি জানিয়েছেন, দরকার হলে সুয়ো মোটো আনবেন বলে জানিয়েছেন । তাঁর কথায়, শুধু যাঁরা হুকা খাচ্ছেন শুধু তাঁদের স্বাস্থ্যই নয়, এই হুকার জন্য ক্ষতিগ্রস্ত হন বহু ‘প্যাসিভ স্মোকার’ও । তাই দ্রুত সমস্ত হুক্কা বার বন্ধ করা প্রয়োজন ।
আরও পড়ুন, Mamata Banerjee : আজ রাজস্থান সফরে মুখ্যমন্ত্রী, আজমের ও পুষ্করে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়
উল্লেখ্য, কলকাতায় সমস্ত হুক্কাবার বন্ধের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি জানিয়েছেন, হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদক ব্যবহারের অভিযোগ উঠেছে। তরুনরা সেই মাদকে আসক্ত হয়ে পড়ছেন। তিনি জানিয়েছেন, কোনও রেস্তোরাঁতেও হুক্কা ব্যবহার করা যাবে না। ব্য়বহার করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মেয়রের অভিযোগ, হুক্কাতে যে রাসায়নিক ব্যবহার করা হয়, তা স্বাস্থ্যের জন্য় ভীষণ ক্ষতিকর। তাঁর দাবি, গত কয়েকমাসে হুক্কায় বিভিন্ন মাদকজাতীয় দ্রব্য মেশানোর অভিযোগ পাওয়া গিয়েছে । তার জেরেই কলকাতা পুরসভা ও পুলিশ সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে শহরের সব হুক্কা বার বন্ধ করে দেওয়া হবে ।