এগরা-বজবজের পর বীরভূমের দুবরাজপুরে বিস্ফোরণ। এবার বাজি নয়, বোমা বিস্ফোরণ। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে। সোমবার বেলার দিকে পদুমা গ্রাম পঞ্চায়েতের ঘোরাপাড়া গ্রামে বিস্ফোরণটি হয়। জানা গিয়েছে, বিস্ফোরণে যে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি স্থানীয় তৃণমূলকর্মী শেখ শফিকের বাড়ি।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, শফিকের বাড়ির সিড়ির কাছে একটি খড়ের গাদায় বোমা মজুত রাখা ছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, বাড়ির দেওয়াল, ছাদ ফেটে গিয়েছে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
গত সপ্তাহে এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ৯ জনের। বিস্ফোরণের ঘটনায় তদন্তে নামে সিআইডি। রবিবার সন্ধ্যায় বজবজেও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।