এবার বিশ্ববিদ্যালয়গুলিতে বছরে দুবার ভর্তি প্রক্রিয়া চলবে। মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন UGC প্রধান অবধেশ কুমার। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে জুলাই ও অগাস্ট ও জানুয়ারি-ফেব্রুয়ারি, দুবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া চলবে।
এই সুবিধা দিলে উপকৃত হবেন বহু পড়ুয়া। অনেকেই সময় মতো ভর্তি হতে পারেন না। বছরে দুবার ভর্তি প্রক্রিয়া চললে গোটা বছর নষ্ট হবে না। UGC প্রধান জানিয়েছেন, বছরে দুবার ক্যাম্পাসে নিয়োগের পরীক্ষাও চালানো হবে। সেই মতো ক্লাসরুম, গবেষণাগার, পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের ব্যবস্থাও রাখতে হবে।
বিশ্বের অনেক দেশের বিশ্ববিদ্যালয়েই দুবার করে ভর্তির প্রক্রিয়া চালু আছে। ভারতে এমন চালু হলে লাভবান হবেন দেশের পড়ুয়ারা। মনে করছে UGC।