রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে খুনি বলে তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শনিবার ভোট গ্রহণ পর্ব চলাকালীন চলাকালীন খুন করা হয় নিয়াকত শেখ নামে এক ব্যক্তিকে। রবিবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নজিরবিহীন আক্রমণ করার পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলেন অধীর চৌধুরী। এরসঙ্গে গণনাতেও অশান্তির আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এমনকী ১১ তারিখের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ঠিক হয়ে যাবে বলেও কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
গণনায় অশান্তি প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, “নির্বাচনের পরও রাজ্যে সন্ত্রাস চলছে। গণনার দিনও সন্ত্রাস চলছে। রাজ্যের পরিস্থিতি ভয়ংকর।"
অন্যদিকে ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে মালদহের রথবাড়ি মোড়ে পথ অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। যার নেতৃত্বে দেন সাংসদ আবু হাসেম খান চৌধুরী।