'আমি তো অস্থায়ী সভাপতি। ' প্রদেশ কংগ্রেস সভাপতির পদে বদল নিয়ে জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য অধীর চৌধুরীর । উল্লেখ্য, সূত্রের খবর অনুযায়ী, কিছুদিন আগেই হাই কমান্ডের কাছে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন অধীর । যদিও এই নিয়ে অধীর বা কংগ্রেসের তরফে কোনও মন্তব্য করা হয়নি । শুক্রবার কলকাতায় বৈঠকে বসেছিল প্রদেশ কংগ্রেসের । সেই বৈঠকের পরই অধীরকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ নিয়ে প্রশ্ন করা হয় । অধীরের মন্তব্য জল্পনাকে আরও বাড়িয়ে দেয় ।
কী বলেছেন অধীর ?
অধীর বলেন, 'আমি প্রদেশ কংগ্রেস অস্থায়ী সভাপতি । মল্লিকার্জুন খাড়্গে যেদিন থেকে সর্বভারতীয় সভাপতি হয়েছেন, সেদিন থেকে তো ভারতবর্ষের আর কোনও রাজ্যে সভাপতি হয়নি। এবার যখন করবে, তখন দেখতে পাবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি।'সেখানেই প্রশ্ন উঠছে, অধীর জমানার কি ইতি ঘটতে চলেছে ?
উল্লেখ্য, NEET কেলেঙ্কারির প্রতিবাদে শুক্রবার মৌলালিতে রাজ্য ছাত্র পরিষদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ ।