নির্বাচন কমিশনারের শূন্য দুটি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হল। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, জ্ঞানেশ কুমার এবং সুখবীর সান্ধুকে নয়া নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হয়েছে। ওই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন অধীর চৌধুরী। তিনিই পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন।
কবে ইস্তফা দিয়েছেন?
দেশে মুখ্য নির্বাচন কমিশনার-সহ মোট তিনজন নির্বাচন কমিশনার থাকেন। কিন্তু ৯ মার্চ আচমকা নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছেন অরুণ গোয়েল। এর ফলে নির্বাচন কমিশনারের দুটি পদই এতদিন শূন্য ছিল।
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই অরুণ গোয়েলের ইস্তফা দেওয়ায় রীতিমতো আলোচনা শুরু হয়। দীর্ঘদিন দুটি পদ ফাঁকা থাকার পর শূন্যপদগুলিতে ফের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি বৈঠক হয়। সেখানেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ছিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।