তৃতীয় দফায় রয়েছে মুর্শিদাবাদের ভোটগ্রহণ পর্ব। যা এখনও প্রায় ১ মাসেরও বেশি দেরি। তারই মধ্যে সেখানকার কংগ্রেস সমর্থিত CPIM প্রার্থী মহম্মদ সেলিমকে জয়ী ঘোষণা করে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন অধীর।
কী বললেন অধীর?
মঙ্গলবার সকালে একটি সাংবাদিক বৈঠক করেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানে তিনি সেলিমের সমর্থনে কথা বলেন। তাঁর বক্তব্য, মহম্মদ সেলিম জিতবেন। এবং সেবিষয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী।
সরাসরি কিছু না বললেও অধীর চৌধুরী একপ্রকার নিশ্চিত, এবারও কংগ্রেসের ভোট CPIM-এর ঝুলিতেই যাবে।
যদিও এবিষয়ে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, অধীর চৌধুরী জানেন সেলিম হেরে যাবেন। সেকারণেই ভোকাল টনিক দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাতে কোনও কাজ হবে না।