রাম মন্দির উদ্বোধন করে ধর্মীয় উন্মাদনা তৈরি করতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ইস্যুগুলিকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। অভিযোগ করলেন CPIM নেতা মহম্মদ সেলিম।
কী বললেন অধীর চৌধুরী?
কংগ্রেস নেতা অধীর চৌধুরীর অভিযোগ ‘এখন দেশটা শুধুই প্রধানমন্ত্রীর।’ তিনি বলেন, "মন্দির পুরোহিতদের ব্যাপার। এসবের জন্য স্বামীজিরা রয়েছেন। বড় বড় শঙ্করাচার্যরা রয়েছেন। সেখানেও মোদী।...ওদেরইতো দেশ এখন"
ফ্যাসিবাদ বিরোধী মিছিল
অন্যদিকে সোমবার কলকাতায় ফ্যাসিবাদ বিরোধী মিছিল হয়। মূলত ওই মিছিল থেকে অভিযোগ তোলা হয় স্বয়ং প্রধানমন্ত্রীর পৌরহিত্যে অযোধ্যায় ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। এক্ষেত্রে দেশের সংবিধানের কোনও নীতিই মানা হচ্ছে না। মোট ১৭২টি সংগঠনের উদ্যোগে ওই মিছিল হয়।